মার্গক্রমের (লাম-রিম) পরিচয়

প্রায়শই বলা হয় যে, বুদ্ধ ৮৪০০০ শিক্ষা প্রদান করেছেন, কারণ তিনি যে শিক্ষা দান করেছিলেন সেগুলি বিষয় এবং অবসরের দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যময় এবং বিস্তৃত ছিল। যদিও আমরা বিভিন্ন সূত্র অধ্যয়ন করে ব্যাপকভাবে উপকৃত হতে পারি, তবুও শিক্ষার সারমর্মটি এমনভাবে বের করা আমাদের পক্ষে প্রায়শই কঠিন হয়ে পড়ে, যেটা সত্যিকার অর্থে আমাদের উপকার করে। এখানে আমরা দেখব যে, কীভাবে ভারতীয় এবং তিব্বতী আচার্যরা আমাদের জন্য কাজ করেছেন আর বুদ্ধের বার্তাকে পুরোপুরি একটা ধাপে-ধাপে কার্যসূচীতে সংগঠিত করেছেন, যেটা তিব্বতীতে “মার্গক্রম” নামে পরিচিত। এটাকে আমরা বোধি লাভের জন্য সবরকমভাবে অনুসরণ করতে পারি।

Top