গেশে নওয়াঙ্ দরগেকে (১৯২৫-১৯৯৫) প্রাথমিকভাবে একজন দক্ষ বৌদ্ধ গুরু হিসাবে উল্লেখ করা হইত। সেরা জে বিহারে শিক্ষাপ্রাপ্ত তিনি নয় জন টুল্কু এবং হাজার-হাজার পাশ্চাত্যবাসীদের প্রশিক্ষিত করিয়াছিলেন। ধর্মশালায় অবস্থিত লাইব্রেরী অফ টিবেটন ওয়ার্ক্স এন্ড আর্কাইব্স-এ দালাই লামা দ্বারা পাশ্চাত্যবাসীদের জন্য প্রথম শিক্ষক রুপে নিযুক্ত হওয়ার পর তিনি সেখানে ১৩ বৎসর ধরে অধ্যাপনা করিয়াছিলেন। একটা বিশাল আন্তর্জাতিক ধর্মোপদেশ ভ্রমণের পর তিনি নিউজিল্যান্ডের ডুনেডিনে 'দরগে বৌদ্ধ কেন্দ্র' স্থাপনা করিয়াছিলেন এবং জীবনের অবশিষ্ট কাল সেখানে ধর্মোপদেশ দিয়েছিলেন।