Study buddhism tsenzhab 500

তেনশব সেরকোঙ্‌ রিনপোছে

তেনশব সেরকোঙ্‌ রিনপোছে (১৯১৪-১৯৮৩) শাস্ত্রার্থের সহায়ক গুরু এবং দালাই লামার গৃহশিক্ষক ছিলেন। চার তিব্বতী বৌদ্ধ পরম্পরায় একজন জ্ঞানী গুরু সেরকোঙ্‌ রিনপোছে ভারতবর্ষে বৌদ্ধ বিহার পুনঃস্থাপনের জন্য সহযোগিতা করিয়াছিলেন। উত্তর আমেরিকা এবং ইউরোপে দুইবার ধর্মোপদেশমূলক ভ্রমণ করিয়াছিলেন এবং ঐ সময় যাঁদের সঙ্গে তাহার সাক্ষাৎ হইয়াছিল তিনি তাহার ব্যবহারিক জ্ঞান, ব্যঙ্গকৌতুক এবং অতিসরল আচরণ দ্বারা সকলের হৃদয় স্পর্শ করিয়াছিলেন।

Top