দুই বৎসর বয়সে দ্বিতীয় তেনশব সেরকোঙ্ রিনপোছে (১৯৮৪-বর্তমান) চতুর্দশ দালাই লামার সম্প্রতি মৃত সহায়ক গৃহশিক্ষক এর ফটোর দিকে আঙ্গুল দিয়ে সংকেত করে বলেছিলেন, “ওটা আমি”। পূর্ব তেনশব সেরকোঙ্ রিনপোছের পুনর্জন্ম রুপে স্বীকৃতি প্রাপ্ত হওয়ার পর তরুণ টুল্কু দক্ষিণ ভারতে অবস্থিত গদেন জংসে মঠে প্রারম্ভিক শিক্ষা অর্জন করিয়াছিলেন। একজন গৃহস্থ রুপে ধর্মের জন্য অবিরত কাজ-কর্ম করার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি ধর্মশালায় অবস্থিত বৌদ্ধ ন্যায় সংস্থান (বুদ্ধিস্ট ডায়ালেক্টিক্স ইন্সটিটিউট) এ অধ্যয়ন পূর্ণ করিয়াছিলেন। দালাই লামার পরামর্শ অনুযায়ী তিনি সম্প্রতি কানাডায় ইংরাজীতে দুই বৎসরের গভীর অধ্যয়ন করিয়াছেন এবং নিরন্তর বৌদ্ধ শিক্ষা অর্জন করিতেছেন।