থেরবাদ দীক্ষা পরম্পরার ইতিহাস
ডাঃ আলেক্সান্ডার বরজিন
খ্রীষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে থেরবাদ প্রব্রজ্যা পরম্পরা শ্রীলঙ্কা ও মায়ানমারে পৌঁছায়। শত শত বছর ধরে, একটি অল্পকালব্যাপী নিগ্রহের পর সেটা মায়ানমার থেকে শ্রীলঙ্কায় পুনঃ প্রতিষ্ঠিত হয়। অতঃপর শ্রীলঙ্কা থেকে থাইল্যান্ড, এবং তারপর থাইল্যান্ড থেকে কম্বোডিয়া আর কম্বোডিয়া থেকে লাওসে প্রসার হয়।