ধর্মের অনুসরণ ও দুঃখ ত্যাগ

ধর্ম হল সংস্কৃত শব্দ। এর তিব্বতী প্রতিশব্দ হ’ল ছো/ছোস। এর অর্থ হচ্ছে ধারণ করা। তাহলে কী ধারণ করতে হবে বা পালন করতে হবে? সেটা হল দুঃখ ত্যাগ ও সুখের প্রাপ্তি। শুধুমাত্র আমাদের জন্য ধর্ম সেটা করে না বরং সেটা করে সমস্ত সত্ত্বদের জন্য।
Top