য়োঙ্জিন লিঙ্ রিনপোছে (১৯০৩-১৯৮৩)চতুর্দশ দালাই লামার বরিষ্ঠ গৃহশিক্ষক এবং ৯৭তম গদেন ঠ্রিপা (আসন ধারক) ছিলেন। তিনি সুত্র এবং তন্ত্রের একজন পন্ডিত ছিলেন। তিনি বজ্রভৈরব, গুহ্যসমাজ এবং কালচক্রতন্ত্রের পরম্পরা-ধারক এবং প্রেরক ছিলেন। তাহার পুনর্জন্মের ৬৩তম এবং পূর্বের তিনজন লিং রিনপোছেও পূর্ব দালাই লামাদের গৃহশিক্ষক এবং গদেন ঠ্রিপা ছিলেন।