অতীশ (৯৮২-১০৫৪) ইন্দোনেশিয়া থেকে করুণার উপর আধারিত সম্পূর্ণ বৌদ্ধ ধর্মোপদেশগুলি পুনরুদ্ধার করিয়াছিলেন এবং সেগুলি ভারতে পুনঃ প্রবর্তন করিয়াছিলেন। বৌদ্ধ ধর্ম বিষয়ক ভুল ধারণাগুলির সংশোধন করার জন্য তিব্বতে আমন্ত্রিত হওয়ার পর তিনি সেখানে পুনঃ শুদ্ধ ধর্মোপদেশ স্থাপনা করিয়াছিলেন। তিব্বতে কদম্ব পরম্পরাটি তাহার শিষ্যদের থেকে সুত্রপাত হইয়াছিল।

Top