চতুর্দশ দালাই লামা (১৯৩৫-বর্তমান) হলেন তিব্বতী বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক প্রধান। সন্ ১৯৮৯ এ নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত দালাই লামা অক্লান্ত ভাবে সারা বিশ্ব ভ্রমণ করিতেছেন এবং তাহার তিনটি প্রধান প্রতিশ্রুতি প্রবর্তিত করিতেছেনঃ মানুষ হিসাবে, করুণা, ক্ষমা এবং সহিষ্ণুতার প্রাথমিক মানবীয় মূল্য; একজন ধার্মিক সাধক হিসাবে আন্ত ধর্মীয় সমন্বয় এবং বোধশক্তি; আর একজন তিব্বতি হিসাবে তিব্বতের শান্তি এবং অহিংসার বৌদ্ধ সংস্কৃতির সংরক্ষণ।