Alexander berzin large

ডাঃ আলেক্সান্ডার বরজিন

প্রতিষ্ঠাতা এবং লেখক

৫০ বৎসরেরও বেশী বৌদ্ধ ধর্মের অনুভব সম্পন্ন ডাঃ আলেক্সান্ডার বরজিন (১৯৪৪-বর্তমান) হলেন একজন অনুবাদক, শিক্ষক, পন্ডিত এবং সাধক। হারয়ার্ড থেকে পী.এইচ.ডী. উপাধি লাভ করার পর ডা. বরজিন বর্তমান সময়ের কয়েকজন সর্বশ্রেষ্ঠ তিব্বতী গুরুদের পথপ্রদর্শনে শিক্ষা লাভ করার জন্য ২৯ বৎসর ভারতে কাটিয়েছেন। ঐ সময় তিনি মাঝে মধ্যে পরমপূজ্য চতুর্দশ দালাই লামা এবং তাহার গৃহশিক্ষকের অনুবাদক রূপে সেবা করিয়াছেন।

তিনি হলেন বরজিন আর্কাইব্‌স এবং studybuddhism.com এর প্রতিষ্ঠাতা এবং লেখক।

Top