চোঙ্খাপা তিব্বতী বৌদ্ধ ধর্মের একজন মহান সংশোধক ছিলেন। তিনি শীল পালনে কড়া আনুগত্যের সমর্থন করিয়াছিলেন এবং তিনি বৌদ্ধ দর্শন এবং তান্ত্রিক সাধনা সম্বন্ধিত অনেক গভীর বিন্দুগুলিকে স্পষ্ট করিয়াছিলেন। তাহার থেকে সূত্রপাত হওয়া গেলুগপা পরম্পরা তিব্বতে প্রভাবশালী বৌদ্ধধর্ম রুপে উদয় হইয়াছিল।