আজ থেকে ২৫০০এরও অধিক বৎসর পূর্বে ভারত এবং নেপালের সীমান্ত অঞ্চলগুলিতে শাক্যমুনি বুদ্ধ বসবাস করতেন। ব্যক্তিগত অনুভব এবং গভীর তপস্যা দ্বারা তত্ত্বের সত্য-স্বভাবটা জেনেছিলেন। ইহার দ্বারা তিনি তাহার সব রকমের বিভ্রান্তি এবং ত্রুটি দূর করিয়াছিলেন, তাহার সর্ব সুপ্তশক্তিকে জেনেছিলেন এবং বোধিলাভ করিয়াছিলেন। নিজের অবশিষ্ট জীবনে নিজের অন্তর্দৃষ্টি প্রদান করিয়া বুদ্ধ অন্য প্রানীদের তাহাদের নিজেদের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য পথদর্শন করিয়াছিলেন।