সম্যক্‌ বচন, আচরণ (কর্ম) ও জীবিকা

পুনঃ মূল্যায়ন

নৈতিক শৃঙ্খলা (শীল), মনোযোগ (সমাধি) ও প্রভেদমূলক চেতনা (প্রজ্ঞা), এই তিনটি শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ থাকলে আমাদের যে কোন সমস্যা ও দুঃখ-কষ্ট থেকে বেরিয়ে আসতে পারি। এই তিনটি বিষয় আমাদের সবসময় সাহায্য করতে ও নজর রাখে প্রস্তুত থাকে। আমাদের অসুবিধাগুলির মূল কারণের চিহ্নিতকরণ এবং কারণগুলি দূর করার জন্য উক্ত তিনটি বিষয়ের প্রয়োগ করাটাই হল এর পদ্ধতি।

দৈনন্দিন জীবনে অন্যদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে এই তিনটি প্রশিক্ষণের প্রয়োগ অত্যন্ত সহায়ক হয়। 

  • নৈতিক শৃঙ্খলাঃ- অন্যদের সঙ্গে আমরা কীভাবে কথা বলছি ও আচরণ করছি তা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ। ক্ষতিকারক ও ধ্বংসাত্মক কর্ম থেকে দূরে থাকার জন্য প্রয়োজন হয় নৈতিক শৃঙ্খলা। 
  • মনোযোগঃ- অন্যদের সঙ্গে মত বিনিময়ের সময় আমাদের একাগ্র হওয়ার ক্ষমতা থাকা দরকার। এর ফলে আমরা তাদের কী হয়েছে, তারা কী চাইছেন সেটা বুঝতে পারি। এর পরিবর্তে মন যদি চারদিকে ঘুরে বেড়ায়, মন যদি সারাক্ষণ পড়ে থাকে ফোনে, তাহলে অন্যদের সঙ্গে আলোচনায় বেশ সমস্যা সৃষ্টি করে।
  • প্রভেদকরণঃ- আমি যদি ভাল করে অন্যদের কথা শুনতাম তাহলে প্রভেদমূলক চেতনা বা প্রজ্ঞার প্রয়োগ করে উচিত প্রতিক্রিয়া দিতে পারতাম। এই বিষয়টি আবার অপরকে নিয়ে সঠিক চিন্তা, আচরণ ও কথা বলার জন্য চালিত করে। 

এই তিনটি প্রশিক্ষণ (শিক্ষা) একে-অপরের সঙ্গে চলে এবং একে-অপরকে সুসংহত করে। একইসঙ্গে তাদের প্রয়োগের কারণ হল, যখন এই তিনটি প্রশিক্ষণ অপরের জন্য প্রয়োগ না করা হয়, তখন এগুলি আমাদের নিজের জন্যেও খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

  • ওরা আমাদের আত্মনাশের কর্ম করতে বাধা দেয়।
  • মন থাকে একাগ্র, তাতে আমরা যা অর্জন করতে চাই তা করতে পারি।
  • কী যথাযথ বা যথাযথ নয়, তা নির্ণয়ে আমাদের মৌলিক বুদ্ধিকে কাজে লাগাতে পারি।

এইভাবে, ব্যক্তিগত পরিস্থিতি বা সামাজিক মত বিনিময়ের পরিসরে এই মৌলিক নীতিগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি।


Top