একজন আধ্যাত্মিক গুরুর সাথে অধ্যয়ন করা

আধ্যাত্মিক শিষ্য এবং গুরুর অনেকগুলি স্তর আছে। যখন সম্ভাব্য শিষ্যরা কল্পনা করে যে তারা এবং তাদের শিক্ষকরা তাদের যোগ্যতা থেকে উচ্চতর স্তরে আছেন বা যখন তারা গুরুকে একজন চিকিৎসক হিসেবে বিবেচনা করেন তখন অনেক বিভ্রান্তি দেখা দেয়।

আধ্যাত্মিক গুরু-শিষ্যের সম্পর্ক বিষয়ে পরীক্ষামূলক তথ্য

আধ্যাত্মিক গুরু-শিষ্যের সম্পর্কের মধ্যে বিভ্রান্তি এড়াতে আমাদের কিছু পরীক্ষামূলক তথ্যকে স্বীকার করতে হবেঃ

  1. প্রায় সকল আধ্যাত্মিক অন্বেষী আধ্যাত্মিক পথ ধরে পর্যায়ক্রমে অগ্রসর হয়।
  2. বেশিরভাগ অনুশীলনকারীরা তাদের জীবনকালে বেশ কয়েকজন গুরুর সাথে অধ্যয়ন করে এবং প্রত্যেকের সাথে আলাদা-আলাদা সম্পর্ক গড়ে তোলে।
  3. প্রত্যেক আধ্যাত্মিক গুরু সিদ্ধির একই স্তরে পৌঁছননি।
  4. একজন নির্দিষ্ট অন্বেষী এবং একজন নির্দিষ্ট গুরুর মধ্যে সম্পর্কের ধরণটি প্রত্যেকের আধ্যাত্বিক স্তরের উপর নির্ভর করে।
  5. আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার সাথে-সাথে মানুষ সাধারণতঃ তাদের গুরুর সাথে ধীরে-ধীরে গভীর ভাবে সম্পর্কে যুক্ত হন।
  6. যেহেতু একজন শিক্ষক প্রতিটি অন্বেষীর আধ্যাত্মিক জীবনে ভিন্ন-ভিন্ন ভূমিকা পালন করতে পারে, সেই শিক্ষকের সাথে প্রতিটি অন্বেষীর সবচেয়ে উপযুক্ত সম্পর্ক ভিন্ন হতে পারে।
Top