ক্রোধঃ অশান্তকারী আবেগের সাথে কীভাবে মোকাবিলা করা যায়

48:37
ক্রোধ হল কোন কিছু বা কারও প্রতি এক ধরণের প্রবল বিকর্ষণ যা আমাদের ভয়ভীত করে বা আমরা পছন্দ করি না। একটা অশান্তকারী আবেগ বা ক্লেশ হিসাবে এটা আমাদের মনের শান্তি নষ্ট করে দেয় এবং আমরা আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তবে বিভিন্ন অনুশীলনের মাধ্যমে ধৈর্য বিকাশ ক’রে আমরা ক্রোধকে ত্যাগ ক’রে সুখী জীবনযাপন করতে পারি।

জীবনের সমস্যা

আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই মনে করে যে আমাদের জীবনে নির্দিষ্ট সমস্যা আছে। আমরা সুখী হতে চাই। আমরা কোন রকমের সমস্যা চাই না, তাসত্ত্বেও আমাদের নিয়মিতভাবে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো কখনো আমরা হতাশ হয়ে পড়ি; আমরা অসুবিধার সম্মুখীন হই; এবং আমরা আমাদের কাজকর্মের প্রতি কুন্ঠিত হয়ে পড়ি, আমাদের সামাজিক অবস্থান এবং জীবন যাত্রাও পারিবারিক পরিস্থিতির কারণে আমরা হতাশ অনুভব করি। আমাদের মধ্যে কাঙ্খিত বস্তু না পাওয়ার সমস্যা আছে। আমরা সফল হতে চাই। আমরা শুধুই চাই আমাদের পরিবার এবং আমাদের ব্যবসায় ভাল কিছু ঘটুক কিন্তু এটা সবসময় হয় না। পুনরায় যখন আমাদের এই ধরণের সমস্যার সম্মুখীন হতে হয় আমরা দুঃখী হয়ে পড়ি। কখনো-কখনো আমাদের সাথে এমন কিছু ঘটে যায় যেটা আমরা কখনোই চাই না যে সেটা ঘটুক, যেমন- অসুস্থ হয়ে পড়া, বৃদ্ধা অবস্থায় দুর্বল হয়ে যাওয়া অথবা শ্রবণ শক্তি বা দৃষ্টি শক্তি হারিয়ে ফেলা। নিঃসন্দেহে, কেউ চায় না যে সেগুলি তার সঙ্গে ঘটুক।

কাজকর্ম বা ব্যবসা-বানিজ্য নিয়েও আমাদের সমস্যা আছে। কখনো-কখনো সময় খারাপ যায় আর সেই কারণে আমাদের ব্যবসার পতন হয় অথবা আমরা ব্যর্থ হই। এটা স্পষ্ট যে আমরা চাই না সেগুলি আমাদের সঙ্গে ঘটুক কিন্তু সেটা কোন কারণে ঘটেই যায়। কখনো-কখনো আমাদের ক্ষতি হয়, আমরা নিজেরা নিজেদেরই ক্ষতি করি; আমাদের সাথে দুর্ঘটনা ঘটে; আমরা অসুস্থ হয়ে পড়ি ইত্যাদি। এই সমস্ত জিনিস আমাদের সামনে সমস্যারূপে ঘটতে থাকে আমরা যার সম্মুখীন হই।

এগুলি ছাড়াও আমরা অনেক সময় মানসিক এবং মনোবৈজ্ঞানিক সমস্যারও সম্মুখীন হই। এগুলি এমন বিষয় হতে পারে যা আমরা অন্যদের সঙ্গে আলোচনা বা অন্যের কাছে প্রকাশ করার মতো অনুভব করি না। তবে ভিতরে-ভিতরে আমরা বুঝতে পারি যে এমন কিছু বিষয় আছে যা আমাদের অশান্ত করতে থাকে, যেমন- আমাদের সন্তানদের প্রতি আমাদের প্রত্যাশা, আমাদের উদ্বেগ অথবা আমাদের ভয়। এর কারণে আমরা অনেক অসুবিধার সম্মুখীন হই এগুলিকে আমরা অনিয়ন্ত্রিতভাবে পুনরাবৃত্ত পরিস্থিতি বা সমস্যা বলি অর্থাৎ সংসার।

Top