কীভাবে চাপমুক্ত হওয়া যায়ঃ বৌদ্ধ বিশ্লেষণ

এই সন্ধ্যায় আমাকে পরিত্যাগ বিষয়ে বক্তব্য রাখার জন্য বলা হয়েছে। আমাদের সমস্যাগুলি থেকে মুক্ত হওয়ার জন্য, বিশেষ ক’রে মস্কোর মতো বড় শহরে বসবাস জনিত কারণে যে ধরণের চাপ থাকে, সেটাকে বোঝা এবং সেসব থেকে মুক্ত হওয়ার জন্য দৃঢ়সংকল্প নিয়ে তার মোকাবিলা করা, এটাই হল আজকের প্রতিপাদ্য বিষয়। কিন্তু আমি মনে করি আপনি যখন উক্ত শিরোনামটি নিয়ে বিশ্লেষণ করতে শুরু করবেন তখন দেখবেন আমরা যে ধরণের সমস্যার মুখোমুখি হই, তার অধিকাংশ শুধু মহানগরীতে বসবাসের কারণের মধ্যেই সীমিত নয়।

Top